‘হার্ট ডিজিজ ক্যান্ট টেক দ্য স্মাইল অ্যাওয়ে’ শিরোনামে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে ঢাকার এ্যাপোলো হসপিটালস। গত ২৮ এপ্রিল গুলশান ক্লাবের পেশিও হল-এ এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যকার হৃদরোগ নিয়ে জনসচেতনতা সৃষ্টি।
এতে এ্যাপোলো’র পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদীপ চাস্কার, পেডিয়াট্রিক কার্ডিওলজি’র কনসালট্যান্ট ডা. তাহেরা নাজরিন, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি’র সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এ কিউ এম রেজা, পেডিয়াট্রিকস ও নিওন্যাটোলজি’র সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোহাম্মদ ইশতিয়াক হোসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সান্তনু কুমার দাস এবং বারডেম জেনারেল হসপিটাল ও ইব্রাহীম মেডিকেল কলেজ-এর পেডিয়াট্রিকস বিভাগীয় প্রধান ডা. মো. আবিদ হোসেইন মোল্লাহ্-সহ এ্যাপোলো হসপিটালস ঢাকা’র অন্যান্য কনসালট্যান্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিস-এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, কমেডিয়ান ও কর্পোরেট ব্যক্তিত্ব নাভিদ মাহবুব এবং সংগীতশিল্পী মেহরীন মাহমুদ।
মূলত জনসাধারণের মাঝে শিশুর সুস্থ হৃৎপিণ্ডের গুরুত্বের বিষয়ে তথ্য ও পরামর্শ ছড়িয়ে দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় আড়াই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/হিমেল