১৭ মে, ২০১৯ ১৯:৩৪

ই-কমার্স মেলায় পেপারফ্লাই

অনলাইন ডেস্ক

ই-কমার্স মেলায় পেপারফ্লাই

ঢাকায় শুরু হওয়া ই-কমার্স মেলায় উদ্ভাবনী সেবা নিয়ে অংশগ্রহণ করছে প্রযুক্তি খাতে পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান 'পেপারফ্লাই'। 

শুক্রবার রাজধানীর জেনারেল পোস্ট অফিস প্রাঙ্গণে দুইদিনের মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। 

ই-কমার্স অ্যাসোসিয়েশন আব বাংলাদেশ(ই-ক্যাবের) আয়োজনে মেলায় ই কমার্স খাতে সংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান আয়োজকরা। 

দেশে প্রসারমান প্রযুক্তিখাতের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করেছে বিশেষায়িত পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান 'পেপারফ্লাই'। ই-কমার্সে পণ্য দেশের প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, পেপারফ্লাই সম্প্রতি দেশের ৪৪৫৪ টি ইউনিয়নে পন্য বিলিকরণের সক্ষমতা অর্জন করেছেন যা প্রতিনিয়ত সেবা মান উন্নয়নে ভূমিকা রাখছে।
কর্মকর্তারা জানিয়েছন পেপারফ্লাই ইতোমধ্যে আজকের ডিল, রবিশপ, ডিজিরেডসহ শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর