বাংলা ভাষায় শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হইচই সম্প্রতি তাদের দর্শকদের জন্য নিয়ে এসেছে অফলাইন সাবস্ক্রিপশন সিস্টেম। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার পদ্ধতি বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রচলন করা হল।
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেট ছাড়াও সাবস্ক্রিপশন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দর্শকরা এখন হইচই এ সাবস্ক্রাইব করতে পারবেন। এরই ধারাবাহিকতায় হইচই এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাঝে সম্প্রতি সমঝোতা স্বাক্ষর হয়েছে।এই সমঝোতার আওতায় এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে যেকোন স্মার্টফোন কিনলেই হইচই'র ৩ মাস থেকে ১ বছর মেয়াদী সাবস্ক্রিপশন কার্ড বিশেষ উপহার হিসেবে বিনামূল্যে পাওয়া যাবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন হইচই বাংলাদেশ এর বিজনেস লিড সাকিব আর খান এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু। সমঝোতা স্বাক্ষরের এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ