টি পি মটরস, এ সি আই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসাবে নরসিংদীতে তার যাত্রা শুরু করলো। নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে অবস্থিত ফোটনের শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নরসিংদী চেম্বার অফ কমার্স এর সাবেক ভাইচ প্রেসিডেন্ট শফিকুল ইসলাম শেখ, ফোটন চায়না থেকে আগত কান্ট্রি ম্যানেজার চার্লস, ট্র্যাফিক ইন-চার্জ গোলাম মাওলা তালুকদার, ডিলার সাগার সাহা ও সঞ্জয় সাহা, এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রতিদিন/হিমেল