কাঠফাটা রোদ, ঝড়বৃষ্টির মৌসুম চলছে ঢাকায়। এমন সময়ে দুর্ভোগ থেকে বাঁচাতে মাথার ওপর ছায়া ও আশ্রয় দুটোই দেয় ছাতা। তাই, সাধারণ মানুষ ও রাইডারদের কষ্ট কিছুটা হলেও লাঘবের লক্ষ্যে সহজ শহরজুড়ে বসিয়েছে দুই শতাধিক দৃষ্টিনন্দন ছাতা। এছাড়া গুলশান, বনানী, মিরপুর, চানখানপুর ও নীলক্ষেত সহ ২০টিরও বেশি জায়গায় সহজ পয়েন্ট বসিয়েছে।
সবার জন্য সহজের সেবা নিশ্চিত করতে ঢাকা শহরের বিভিন্ন জনবহুল এলাকায় সহজ পয়েন্ট রাখা হয়েছে, যার মাধ্যমে সহজ রাইডার ও গ্রাহকদের হাতের নাগালে চলে এসেছে সহজের মোবাইল গ্রাহক সেবা। এই পয়েন্টগুলোতে নিশ্চিত করা হচ্ছে গ্রাহক সেবা, তাৎক্ষণিন নিবন্ধন সুবিধা, পেমেন্ট সংক্রান্ত সহায়তা আর আয়ের ব্যাপারে সঠিক দিকনির্দেশনা। শুধু তাই নয়, নতুন রাইডারদের রাইড শেয়ারিং সম্পর্কে সহায়তাও দেওয়া হচ্ছে এসব পয়েন্ট থেকে। সড়ক নিরাপত্তার বিষয়ে সতর্ক করার পাশাপাশি সকল নিয়মকানুন মেনে চলার ব্যাপারে আগ্রহী করে তোলা হচ্ছে এ পয়েন্টগুলোর মাধ্যমে।
সহজ পয়েন্ট থেকে প্রতিদিন শত শত গ্রাহক ও রাইডারের মাঝে নানাবিধ সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে। পাশাপাশি, চলার পথে গ্রাহক ও চালকরা জিরিয়ে নিতে পারছেন রোদে কিংবা তাৎক্ষণিক আশ্রয় নিতে পারছেন হঠাৎ বৃষ্টিতে।
বিডি প্রতিদিন/হিমেল