লালমনিরহাট সরকারি কলেজে অধ্যয়নরত দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে রূপালী ব্যাংকের পক্ষ থেকে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। গত শনিবার কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন সরকারি কর্ম কমিশনের সদস্য মো. হামিদুল হক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।
লালমনিরহাট সরকারি কলেজের প্রিন্সিপাল মুহ. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তালাত নাসিম।
এ সময় রূপালীর এমডি বলেন, কেবলমাত্র যাতায়াত ভাড়া প্রদানের সামর্থ্য না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নারী শিক্ষার্থী ক্লাশে উপস্থিত থাকতে পারে না এ কথা জানার পর রূপালী ব্যাংক তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। অতীতের ন্যায় ভবিষ্যতেও নারী শিক্ষার প্রসারে সহযোগিতা করবে রূপালী ব্যাংক। এ সময় সরকারি কলেজের শিক্ষকমণ্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব