দুঃস্থদের মাঝে মশারি বিতরণ করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। ডেঙ্গুর কারণে চলমান সঙ্কট পরিস্থিতিতে রাজধানীর কল্যাণপুরে ৪ আগস্ট এ কর্মসূচি পালন করা হয়।
আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন কর্মসূচিতে উপস্থিত থেকে বস্তিবাসী গরীব ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ করেন। ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতিতে মশার হাত থেকে রক্ষা পেতে আইইউবি’র কাছ থেকে যথাযথ সময়ে এমন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
আইইউবি’র রেজিস্ট্রারার মো. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ড. নাফিসা হকসহ শিক্ষার্থী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রভাবশালীরা আইইউবি’র এই মানবিক কর্মসূচির প্রসংশা করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা