রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি এবং সোমবার (৫ আগস্ট)সকালে মাল্টিপ্ল্যান সেন্টার'স্থ ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত হল স্মার্ট টেকনোলজিস'র সাথে ইপসন'র লঞ্চিং অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এস এম মহিবুল হাসান, চ্যানেল সেলস ডিরেক্টর জনাব মুজাহিদ আল বেরুনি সুজন এবং ইপসন বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, ইপসন বিজনেস হেড (স্মার্ট) জনাব রাসেল আহমেদ।
এসময় মাল্টিপ্ল্যান সেন্টার এবং বিসিএস কম্পিউটার সিটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়াও একই সময়ে দেশব্যাপী আরও ২০ টি মার্কেটে ইপসন লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ