বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন জায়গায় ‘জমে থাকা পানি’ এবং আবর্জনা পরিষ্কার করার কার্যক্রম হাতে নিয়েছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এবং আরটিভি।
তারই অংশ হিসেবে মঙ্গলবার (৬ আগস্ট) উত্তরণ যুব সংসদ'র আয়োজনে রাজধানীর আজিমপুর ইরাকী মাঠে ‘জমা পানির ক্ষমা নাই’ শ্লোগানে একটি মানববন্ধন এবং মানববন্ধন শেষে মাঠসহ আশেপাশের ড্রেনে জমে থাকা পানি, বাড়ি ও স্কুলের চারপাশের ময়লা পরিচ্ছন্ন করা হয়েছে। এই উদ্যোগের সাথে ছিল ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’র জন সংযোগ প্রতিষ্ঠান কনসিটো পিআর।
‘জমা পানির ক্ষমা নাই’ ট্যাগলাইন শীর্ষক এই মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সমবেত হয় বিভিন্ন স্তরের মানুষ। এই অভিযানে ইরাকী মাঠের আশেপাশের এলাকা থেকে ২৫০ বস্তারও বেশি ময়লা পরিষ্কার করা হয় এবং অংশগ্রহণকারীরা ঐ এলাকার ছয় শতাধিক বাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের এক্সটারনাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো: রাকিব উদ্দিন, আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, উত্তরণ যুব সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহীদ মানিক আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষকবৃন্দসহ আরো অনেকে এই অভিযানে অংশ নেন।
এডিস মশার বংশ বিস্তার রোধ করতে দেশের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং আবর্জনা পরিষ্কার করে চারপাশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ এই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে গত মাসে ইরাকী মাঠে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও প্রীতি ক্রিকেট মাচের আয়োজন করে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ