সম্প্রতি কাউন্টার পয়েন্টের এক সমীক্ষায় উঠে এসেছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৭১.৫ মিলিয়ন হ্যান্ডসেটের বাজারজাত করার মধ্য দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। বৈশ্বিক বাজারে ২১.৩% প্রবৃদ্ধি হারে স্যামসাং এখনো শীর্ষস্থান ধরে রাখেছে। ১৫.৮% দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ে, অন্যদিকে ১০.১% হারে এখনো তৃতীয় স্থান ধরে রেখেছে অ্যাপল।
গত বছরের একই সময়ের তুলনায় ৭.১% প্রবৃদ্ধি হয়েছে স্যামসাংয়ের, যা বিশ্বের মোট স্মার্টফোন বাজারের এক-পঞ্চমাংশ। কোরিয়ান এ মোবাইল কোম্পানিটির সফলতার মূল কারণ হিসেবে ধরা হয় গ্যালাক্সি এস টেন সিরিজ, এ সিরিজ, এবং এম সিরিজ। মূলত, শীর্ষ তিনটি স্মার্টফোন যা দ্বিতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় মোট রপ্তানির ২৫%, যার মধ্যে দুটি স্মার্টফোনই গ্যালাক্সি এস ১০+ ও এস১০ই স্যামসাংয়ের। এ দুটি ফোনই প্রায় ২ মিলিয়ন করে ডিভাইস রপ্তানির মাধ্যমে পুরো বাজারের ৬% দখল করে আছে।
বিডি-প্রতিদিন/শফিক