১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৮

সিলেটে 'মিঠাই' এর শোরুম চালু

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে 'মিঠাই' এর শোরুম চালু

ঐতিহ্যবাহী সকল মিষ্টির সমাহার নিয়ে সিলেটে দুটি শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ‘মিঠাই’। মঙ্গলবার জেলার শিবগঞ্জ বাজার ও আম্বরখানা পয়েন্টে শোরুম দুটি উদ্বোধন করেন মিঠাই এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম।  

মিঠাই এর শোরুমে বিভিন্ন ধরনের মিষ্টি, শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে। 

মনিরুল ইসলাম জানান, “মিঠাই’এর লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্য সম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে সারাদেশে মিঠাই এর শোরুম চালু করা হচ্ছে। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাই এর ৪২টি শোরুম চালু রয়েছে”। 
  
অনুষ্ঠানে মিঠাই এর সিনিয়র ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম, ম্যানেজার (সেলস) পলাশ সমাদ্দার, ম্যানেজার (অপারেশন) আব্দুল্লাহ আল হাদিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর