১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের অর্থনৈতিক অবস্থা, বেঞ্চমার্ক, কৌশলগত উদ্যোগ নিয়ে প্রথম প্রান্তিক অধিবেশনটি পরিচালনা করেছে। গত রবিবার অনলাইনে অনুষ্ঠিত অধিবেশনটিতে দেশে চলমান করোনা মহামারীর মধ্যেও যে বিভিন্ন চ্যালেঞ্জ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়।
অনলাইনে অধিবেশনটি পরিচালনা করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম এবং চিফ ফাইন্যান্সিয়্যাল অফিসার ফাহমিদা খান। আইপিডিসির প্রধান প্রধান বিনিয়োগকারী, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, গ্রাহক এবং সাংবাদিকদের অনেকেই অধিবেশনে অংশ নেন।
এতে শুধুমাত্র প্রথম প্রান্তিকের অবস্থানই তুলে ধরা হয়নি, বরং করোনা মহামারিতে প্রতিষ্ঠানটির টিকে থাকার লড়াইয়ের গল্পও তুলে ধরা হয়। প্রথম ত্রৈমাসিক সাফল্য ও উদ্যোগ উপস্থাপনের সময় মমিনুল ইসলাম কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার জোর দেন এবং গ্রাহক ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন।
প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছরের প্রথম ত্রৈমাসিকে ১০০% এরও বেশি উদ্বৃত্ত সঞ্চিতি রেখেও কর আদায়ের পর মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন টাকা। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের অনাদায়কৃত ঋণের পরিমাণ অত্যন্ত কম, মাত্র ১.৫৩%। গ্রাহক ডিপোজিটের প্রবৃদ্ধির হার ৬.৪%, যা ধারাবাহিক প্রচেষ্টারই ফল।
আর্থিক খাতে স্বল্প-মেয়াদী ও মধ্যম-মেয়াদীর সকল শর্ত পূরণের জন্য পর্যাপ্ত তারল্য রয়েছে আইপিডিসি’র, ৩১ মার্চ ২০২০ পর্যন্ত হিসাব অনুযায়ী আইপিডিসি’র উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ৪৯২.৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন পর্যাপ্ততা হার ১৭.৬০%, যেখানে নিয়মানুযায়ী ১০.০০% থাকলেই শর্ত পূরণ হয়ে যায়। বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক অবস্থান শক্তিশালী থাকলেও, ভবিষ্যত সংকটের আশংকা এড়াতে আরও বেশি মনযোগী হওয়ার আহ্বান জানান মমিনুল ইসলাম।
অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গ্রাহকের আমানত শোধ করার সামর্থ্য নিয়ে প্রশ্ন করা হলে প্রতিষ্ঠানের শক্তিশালী তারল্যের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি’র পরিকল্পনা সমূহ চলমান আর্থ-সামাজিক চ্যালেঞ্জে এবং আগামী দশ বছরে বাংলাদেশের সম্ভাবনার সাথে সম্পৃক্ত। যার ফলে দেশে চলমান মহামারী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা বিশ্বাস করি, সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ গ্রাহকদের অত্যন্ত নিরাপত্তার সাথে সেবা প্রদানে আমাদের সাহায্য করবে, সেইসাথে আগামী দিনের জন্য একটি গতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারে অবদান রাখবে।”
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ