স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ২০টি জনপ্রিয় ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্য বাজারজাত করে ভোক্তা ও বিক্রেতার স্বার্থ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব স্যামসন এইচ চৌধুরী তার প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকল কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিজের পরিবারের মত দেখতেন। সেই একই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চালু করেছে ‘রিটেইলার ইন্স্যুরেন্স প্রোগ্রাম’।
এই ইন্স্যুরেন্স প্রোগ্রামের আওতাভুক্ত প্রত্যেক বিক্রেতা সর্বোচ্চ ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। দুর্ভাগ্যবশত এই প্রোগ্রামের আওতাভুক্ত একজন বিক্রেতা গত ১১ জুলাই মারা যান। তার মৃত্যুতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তথা স্কয়ার গ্রুপ গভীরভাবে শোকাহত এবং এই দুরাবস্থায় তার পরিবারের পাশে দাঁড়াতে ইন্স্যুরেন্স এর ৩ লাখ টাকা তাদের হাতে তুলে দেয়া হয়েছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জনাব শাফকাত আহমেদ (সিনিয়র ম্যানেজার, ট্রেড মার্কেটিং) উক্ত ইন্স্যুরেন্স এর নমিনি- মৃতব্যক্তির ছেলে মো. শরীফ এর হাতে চেকটি হস্তান্তর করেন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করে তোলার পেছনে বিক্রেতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা আরও এক ধাপ বৃদ্ধির লক্ষ্যে জনপ্রিয় ব্র্যান্ড চাকা সুপার হোয়াইট এর পক্ষ থেকে রিটেইলার ইন্স্যুরেন্স প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, এতে সকল সম্মানিত বিক্রিতা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রতি আরও আস্থাশীল হবেন এবং একে অপরের সহযোগিতায় সবসময় সাথে থাকবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর