বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। যেখানে তাকে খুব মজা করে বার্গার খেতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘ইদানিং যা-ই খাচ্ছি, সবই মজা লাগছে। কেন বলুন তো?’
ছবিটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়। পোস্ট করার পর পরবর্তী মাত্র ৪ ঘণ্টায় ২ লাখের উপরে লাইক, ২৭ হাজার কমেন্ট, ৫ হাজারের বেশি শেয়ার হয়। এ ধরনের একটি ছবি সাকিব ভক্তদের মধ্যে তুমুল কৌতুহল সৃষ্টি করে। সাকিবের পেইজে গিয়ে তার ভক্তরা অনুমান নির্ভর নানা মন্তব্য করেন। যদিও প্রতিউত্তরে সাকিব তাদের কিছু জানাননি।
অবশেষে, সাকিবের সেই ছবিড় রহস্য ফাঁস হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড'র ব্র্যান্ড রুচি সস্ এবং কেচাপের একটি বিজ্ঞাপন প্রচারতি হয়েছে। সেখানে সাকিবকে যেভাবে দেখা গেছে, যার সাথে ফেইসবুকে পোস্ট করা ছবিটির মিল পাওয়া গেছে।
বোঝাই যাচ্ছে, প্রচারণার আগাম কৌশল বা হাইপ তৈরির উদ্দেশ্যে সাকিব তার ফেইসবুক পেইজ থেকে ছবিটি আপলোড করেছিলেন। যা ব্যাপক ভাইরাল হয়েছে। তাজা উপাদানের আসল স্বাদের রুচি সস্ এবং কেচাপ। তাই, রুচি সস্ দিয়ে সাকিব যা-ই খাচ্ছেন, সবই তার কাছে মজা লাগছে। বিজ্ঞাপনটিতে সাকিব দর্শকদেরকেও মজার সেই স্বাদ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত