ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "আন্দোলনের সময় রাজপথে যখন নেমেছিলাম তখন মনে হচ্ছিলো যুদ্ধে এসেছি। জীবন নিয়ে ফিরে আসতে পারবো কখনো ভাবিনি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের জায়গা হবে না। আগের প্রজন্মের ব্যর্থতার কারণে রাজনীতির প্রতি এ প্রজন্ম আগ্রহ হারিয়েছিল। আমরা এমন একটা সমাজব্যবস্থা তৈরি করতে চাই, যাতে আগামী প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহী হয়। তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ,আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক।এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল