জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি স্কুলে পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের বেশ কিছু পতাকা পাওয়ার অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাজধানীর ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি জাতীয় পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের জন্য পাঠানো হয় ১৬০০ পতাকার ৬৪টি বান্ডিল। এসব বান্ডিলে ২৫টি পাকিস্তানি ও একটি ভারতীয় পতাকা পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা-৮ এলাকার সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননকে জানালে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এলাকার সংসদ সদস্য হিসেবে বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান। আইডিয়াল স্কুলের শিক্ষকদের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এটিকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে দেখছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে এমন অভিযোগ শুধু আইডিয়াল স্কুল থেকেই এসেছে। অভিযোগটি তদন্তের জন্যও তারা নির্দেশ দিয়েছেন। রাজধানীর ৪৯টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হলেও এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানের প্রধান অতিথি সে অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা কিভাবে এলো সে বিষয়টি উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা আশা করব বিষয়টি থামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। জাতীয় পতাকার সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা ঢুকিয়ে যারা সে আবেগকে আহত করার সীমাহীন ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
সীমাহীন ধৃষ্টতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর