জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি স্কুলে পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের বেশ কিছু পতাকা পাওয়ার অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাজধানীর ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি জাতীয় পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের জন্য পাঠানো হয় ১৬০০ পতাকার ৬৪টি বান্ডিল। এসব বান্ডিলে ২৫টি পাকিস্তানি ও একটি ভারতীয় পতাকা পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা-৮ এলাকার সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননকে জানালে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এলাকার সংসদ সদস্য হিসেবে বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান। আইডিয়াল স্কুলের শিক্ষকদের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এটিকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে দেখছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে এমন অভিযোগ শুধু আইডিয়াল স্কুল থেকেই এসেছে। অভিযোগটি তদন্তের জন্যও তারা নির্দেশ দিয়েছেন। রাজধানীর ৪৯টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হলেও এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানের প্রধান অতিথি সে অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা কিভাবে এলো সে বিষয়টি উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা আশা করব বিষয়টি থামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। জাতীয় পতাকার সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা ঢুকিয়ে যারা সে আবেগকে আহত করার সীমাহীন ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য।
শিরোনাম
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
সীমাহীন ধৃষ্টতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর