জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি স্কুলে পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের বেশ কিছু পতাকা পাওয়ার অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাজধানীর ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি জাতীয় পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের জন্য পাঠানো হয় ১৬০০ পতাকার ৬৪টি বান্ডিল। এসব বান্ডিলে ২৫টি পাকিস্তানি ও একটি ভারতীয় পতাকা পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা-৮ এলাকার সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননকে জানালে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এলাকার সংসদ সদস্য হিসেবে বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান। আইডিয়াল স্কুলের শিক্ষকদের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এটিকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে দেখছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে এমন অভিযোগ শুধু আইডিয়াল স্কুল থেকেই এসেছে। অভিযোগটি তদন্তের জন্যও তারা নির্দেশ দিয়েছেন। রাজধানীর ৪৯টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হলেও এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানের প্রধান অতিথি সে অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা কিভাবে এলো সে বিষয়টি উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা আশা করব বিষয়টি থামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। জাতীয় পতাকার সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা ঢুকিয়ে যারা সে আবেগকে আহত করার সীমাহীন ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ