জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি স্কুলে পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের বেশ কিছু পতাকা পাওয়ার অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাজধানীর ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি জাতীয় পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের জন্য পাঠানো হয় ১৬০০ পতাকার ৬৪টি বান্ডিল। এসব বান্ডিলে ২৫টি পাকিস্তানি ও একটি ভারতীয় পতাকা পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা-৮ এলাকার সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননকে জানালে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এলাকার সংসদ সদস্য হিসেবে বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান। আইডিয়াল স্কুলের শিক্ষকদের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এটিকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে দেখছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে এমন অভিযোগ শুধু আইডিয়াল স্কুল থেকেই এসেছে। অভিযোগটি তদন্তের জন্যও তারা নির্দেশ দিয়েছেন। রাজধানীর ৪৯টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হলেও এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানের প্রধান অতিথি সে অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা কিভাবে এলো সে বিষয়টি উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা আশা করব বিষয়টি থামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। জাতীয় পতাকার সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা ঢুকিয়ে যারা সে আবেগকে আহত করার সীমাহীন ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সীমাহীন ধৃষ্টতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর