জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি স্কুলে পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের বেশ কিছু পতাকা পাওয়ার অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাজধানীর ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি জাতীয় পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের জন্য পাঠানো হয় ১৬০০ পতাকার ৬৪টি বান্ডিল। এসব বান্ডিলে ২৫টি পাকিস্তানি ও একটি ভারতীয় পতাকা পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা-৮ এলাকার সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননকে জানালে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং এলাকার সংসদ সদস্য হিসেবে বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান। আইডিয়াল স্কুলের শিক্ষকদের বরাত দিয়ে সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এটিকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে দেখছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে এমন অভিযোগ শুধু আইডিয়াল স্কুল থেকেই এসেছে। অভিযোগটি তদন্তের জন্যও তারা নির্দেশ দিয়েছেন। রাজধানীর ৪৯টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করা হলেও এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানের প্রধান অতিথি সে অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পাঠানো জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তানি ও ভারতীয় পতাকা কিভাবে এলো সে বিষয়টি উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা আশা করব বিষয়টি থামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। জাতীয় পতাকার সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা ঢুকিয়ে যারা সে আবেগকে আহত করার সীমাহীন ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই কাম্য।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী