শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন ২৬৫ শিক্ষক

আসন্ন ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কুমিল্লার ২৬৫ জন শিক্ষক। অক্টোবরের ১ তারিখের মধ্যে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও মুরাদনগর উপজেলার প্রাথমিকের ২৬৫ শিক্ষক বেতন তুলতে পারেননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম জানান, সেপ্টেম্বরের ২১ তারিখে শিক্ষকদের কাগজপত্র ব্যাংকে পাঠিয়েছি। দক্ষিণ বাঙ্গরা রূপবাবু বাজার অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবুল কালাম বলেন, 'বৃহস্পতিবার শিক্ষকদের বেতনের ডি-ডি পেয়েছি। তা পুনরায় আমাদের হেড অফিসে পাঠিয়েছি। দেরিতে ডি-ডি পাওয়ায় বেতন দেওয়া যায়নি।'

ভাতা পাচ্ছেন না নিকলীর ২১০ মুক্তিযোদ্ধা

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার নিকলী উপজেলার ২১০ জন মুক্তিযোদ্ধা ঈদের আগে ভাতা পাচ্ছেন না। তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা ছিল। এ অবস্থায় কিভাবে ঈদ কাটবে তা নিয়ে শঙ্কিত মুক্তিযোদ্ধারা। নিকলীর ইউএনও হাবিবুর রহমান জানান, মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই সংক্রান্ত একটি চিঠি আসায় এ সমস্যা হয়েছে। এখন থেকে মুক্তিযোদ্ধাদের সনদপত্র সঠিক আছে কি না, এ বিষয়ে তাদের অঙ্গীকারনামা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর