মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শিশুধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার মো. বিদ্যুৎ ও রবিউল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ মার্চ নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায় ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে খুশি। দুপুরের পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মণ্ডলপাড়ার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় শিশুর বাবা ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলা তদন্তকালে দণ্ডপ্রাপ্ত দুজনের সম্পৃক্ততা পায় পুলিশ। নাটোরে একজনের যাবজ্জীবন : নাটোর প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ লুৎফা বেগম গতকাল হেরোইন পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত মামুনর রশিদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

সর্বশেষ খবর