মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ  আহত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এলাকায় উত্তেজনা বিরাজ  করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা মুন্নান কাজীর সমর্থকদের সঙ্গে গট্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সমর্থকদের হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকাল থেকে উভয় গ্রুপের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দফা সংঘর্ষে লিপ্ত হয়। সালথা থানার ওসি জানান, সংঘর্ষে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে।
সিলেটে দুই দল গ্রামবাসীর : নিজস্ব প্রতিবেদক- সিলেট জানান, সিলেটের গোয়াইনঘাটে গোচারণভূমি নিয়ে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। উপজেলার গোরফসি ও সিটিংবাড়ি গ্রামের লোকজনের মধ্যে গতকাল তিন ঘণ্টব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আতাউর রহমান সিটিংবাড়ি গ্রামের বাসিন্দা। আহতদের বিভিন্ন হাসতাপালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিটিংবাড়ি হাওরের প্রায় ৪০ বিঘা গোচারণভূমি নিয়ে সিটিংবাড়ি ও গোরফসি গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে সিটিংবাড়ি গ্রামের লোকজন বোরো চাষের জন্য ওই গোচারণভূমিতে বাঁধ দিতে যায়। খবর পেয়ে গোরফসি গ্রামের লোকজন বাধা দিলে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
 

সর্বশেষ খবর