মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
বড়াইগ্রাম ট্র্যাজেডির এক বছর

পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে তিনজন পাননি ক্ষতিপূরণ

নাটোর প্রতিনিধি

নাটোরে স্মরণকালের ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৭ জন নিহতের এক বছর পূর্ণ হল আজ। এটি বড়াইগ্রাম ট্রাজেডি হিসেবেও পরিচিত। ২০১৪ সালের এই দিনে বড়াইগ্রামের রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা। এতে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। নিহত তিনজনের স্বজনরা পাননি ক্ষতিপূরণের টাকা। গুরুতর আহত শিধুলী গ্রামের ইউনুস আলীর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আট লাখ টাকা খরচ করে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কাজ হয়নি। এখন হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। একই গ্রামের কৃষক ফারুক আহম্মেদের ডান হাত ভেঙে যায়। এক বছরেও সুস্থ হতে পারেননি তিনি। ফারুক, ইউনুসের মত আরো ১০-১২ জন এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন দুর্ঘটনার ক্ষত। দুর্ঘটনার তিন দিনের মাথায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিহতদের পিতা ও স্ত্রীর হাতে এক লাখ টাকা করে সরকারি অনুদানের চেক তুলে দেন। নিহত শিধুলী গ্রামের শরিফুল, আজাদ ও সোনাবাজু গ্রামের হানিফের স্ত্রীর নামে ইস্যু করা ৫০ হাজার টাকার চেক দিয়ে টাকা উঠাতে পারলেও মৃত বাবার নামে ইস্যু করা অবশিষ্ট ৫০ হাজার টাকার চেক দিয়ে টাকা তোলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর