শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

বড় ভাইয়ের মৃত্যুশোকে মারা গেলেন ছোট ভাই

বড় ভাইয়ের মৃত্যুশোকে কাতর ছোট ভাইও মৃত্যুকোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মৌলভীবাজার পলি ক্লিনিকে। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার মমরুজপুর গ্রামের আব্দুল হান্নান (৬০) রাত ২টায় স্ট্রোক করলে ছোট ভাই আব্দুস সোবহান (৫৫) তাকে পলি ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকে ভর্তি করার কিছুক্ষণ পর হান্নান মারা যান। বড় ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই সোবহানও হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। ডাক্তার এসে তাকেও মৃত ঘোষণা করেন।-মৌলভীবাজার প্রতিনিধি

কয়েদির মৃত্যু

খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম শাহজাহান মোল্লা (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকালে ‘বুকে ব্যথা উঠলে’ শাহজাহান মোল্লাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। -গাজীপুর প্রতিনিধি

ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন ধারালো চাপাতি দিয়ে কাশেম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করায় আহতের পরিবারকে হত্যার হুমকি দিয়েছে আসামী পক্ষ। সোমবার সকালে এ হুমকি দেওয়া হয়। এর আগে, গত রোববার সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব বাজার এলাকায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। -রূপগঞ্জ প্রতিনিধি

ধান খেতে যুবকের লাশ

সিটি করপোরেশনের ঝাঝর এলাকার একটি ধান খেত থেকে গতকাল হাবিব মিয়া নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিব সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে। -গাজীপুর প্রতিনিধি

দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে কাতড়াচ্ছে। উপজেলার বানিয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। রবিবার রাতে ঝিনাইগাতী থানায় আকমল নামে একজনের নামে মামলা করেছেন ছাত্রীর বাবা। ঝিনাইগাতী থানার ওসি জানান, শিশু ধর্ষণের মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। আসামি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। -শেরপুর প্রতিনিধি

অপহরণ করে টাকা ছিনতাই

মাদারীপুর পুরের কালকিনিতে একজিও আশার কর্মী মিল্টনকে ফিল্মি স্টাইলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাই নামক স্থানে গতকাল এ ঘটনা ঘটে। মিল্টনকে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। -কালকিনি প্রতিনিধি

বিষ দিয়ে মাছ নিধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জানান, এটি একটি সিন্ডিকেট দলের কাজ। এদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। -প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর