মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শালিসে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

আইনজীবীর চেম্বারে স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসার শালিসে স্ত্রীর মামাসহ তার পক্ষের লোকেরা এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। আইনজীবীর বাসায় সালিসে উপস্থিত থাকা বুড়িচং উপজেলার সাবেক ইউপি সদস্য মো. আবদুল করিম জানান,  বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির মাধবপুর গ্রামের আবদুল বাকেরের ছেলে সবুজ ১১ মাস আগে প্রেম করে দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের শাহজাহানের মেয়ে ফাহিমা আক্তার মিমকে  বিয়ে করেন। ইতোমধ্যে মিম ৪ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়লে সবুজকে না জানিয়ে ক্লিনিকে গিয়ে গর্ভপাত ঘটায়। এ ঘটনাকে কেন্দ  করে সবুজ মিমকে মারধর করে। মিম নারী নির্যাতনের মামলা করার প্রস্তুতি নিলে উভয় পক্ষের স্বজনরা কুমিল্লা বারের সাবেক পিপি অ্যাড. মজিবুর রহমানের শরণাপন্ন হন। সোমবার বিকালে উভয় পক্ষের লোকেরা  অ্যাড. মুজিবুর রহমানের চেম্বারে শালিসে বসেন। মাগরিবের আজানের সময় বিরতি দেওয়া হয়। নামাজের পর নিহতের চাচা সুলতান এসে তাকে জানান, স্ত্রীর মামা আরমানসহ তার সহযোগীরা সবুজকে মারধর করে বিষ খাইয়ে দিয়েছে। তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শালিসের প্রধান অ্যাড. মজিবুর রহমান বলেন, মীমাংসা করে দেওয়ার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। মীমাংসা না হয়ে তারা ঝগড়ায় জড়িয়ে পড়লে তাদের বিদায় করে দেই। পরে বাইরে কি হয়েছে তা বলতে পারব না। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, দাম্পত্য কলহে এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ মামলা করেনি।

সর্বশেষ খবর