বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকের বাদ্যে মুখর জামালপুর

শফিক জামান, জামালপুর

ঢাকের বাদ্যে মুখর জামালপুর

‘ঢাকের বাদ্যে’ মুখর এখন জামালপুর পৌর শহর। মূল দুটি রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা যেমন সভা-সমাবেশ করে নিজেদের প্রচারণা চালাচ্ছেন তেমনি শহরের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা গা ঝাড়া দিয়ে নেমে পড়েছেন নিজেদের প্রার্থিতা ঘোষণার প্রতিযোগিতায়। এরই মধ্যে ১২টি ওয়ার্ডে শতাধিক কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পোস্টার, ব্যানার সেটে নিজেদের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। প্রথম শ্রেণির জামালপুর পৌরসভার মেয়র পদটি পেতে আওয়ামী লীগ এবং বিএনপি জোরেশোরে মাঠে নেমেছে। গেলো দুই মেয়াদে নির্বাচিত বর্তমান মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন এবারও মেয়র পদে বিএনপির একক প্রার্থী। অন্যদিকে জেলা আওয়ামী লীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনিকে আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে অনেক আগেই। তিনি দুই মেয়াদে জামালপুর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দলের একক প্রার্থী হিসেবে তিনি প্রচারণায় আছেন। তফসিল ঘোষণার অনেক আগেই প্রতিটি ওয়ার্ডে জনসভা করে রাস্তা-ঘাট, ড্রেন-কালভার্ট, ময়লা অপসারণ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মির্জা সাখাওয়াতুল আলম মনি। এসব জনসভায় ‘জামালপুরের উন্নয়নের কাণ্ডারি’ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত থেকে ঘোষণা দিয়েছেন দলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হলে জামালপুর পৌরসভাকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মডেল পৌরসভায় উন্নীত করতে সবকিছু করবেন। অন্যদিকে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন চলমান পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট প্রার্থনা করছেন।

সর্বশেষ খবর