বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

চেয়ারম্যানের পা ভেঙে দিয়েছেন যুবলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

শাহজাদপুরে নরিনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক ওরফে মন্ত্রীকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলা সদরের কালবাড়ী মোড়ে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা আশিকুর রহমান দিনারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী জেলার একজন কৃতী ফুটবল খেলোয়াড়। ফজলুল হক জানান, শাহজাদপুর থানায় একটি বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেই। কালিবাড়ী মোড়ে পৌঁছামাত্র যুবলীগ নেতা ও এমপির কথিত ভাতিজা দিনারের নেতৃত্বে যুবলীগ কর্মী রতন, নাহিদ ও মারুফসহ ৭/৮ জন তার গতিরোধ করে। মোটরসাইকেল থামানোর পরই তাকে রামদা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। পরে তারা রড দিয়ে বেধড়ক পেটায়। এ সময় সন্ত্রাসীদের মধ্যে একজন বলে, জীবনে যাতে ফুটবল খেলতে না পারে সে জন্য একটি পা ভেঙে দে। এর পরই কয়েকজন রড দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয়। পরে পুলিশ আমাকে উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান বলেন, খেলাধুলা নিয়ে বেশি সময় ব্যয় করেছি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছি। এ কারণে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হকের লোকজন আমাকে হত্যার জন্য এ হামলা চালিয়েছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে দিনার, রতন, মারুফ ও নাহিদের নাম উল্লেখ করে মামলা করেছেন।

সর্বশেষ খবর