ধামরাইয়ে দুস্থ পরিবারে চাল বিতরণ
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে গতকাল ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের সাড়ে ৪ হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ধামরাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মো. শহিদুল্লাহসহ সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।
—ধামরাই প্রতিনিধি
যুবলীগের সভা
আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুইয়া প্রমুখ।
—আড়াইহাজার প্রতিনিধি
জামায়াত নেতা আটক
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খোন্দকার আলী মহাসিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। শহরের কালিশঙ্করপুরে নিজ বাসার পাশে চায়ের দোকান থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়। —কুষ্টিয়া প্রতিনিধি
বীরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ
দিনাজপুরের বীরগঞ্জে বিজয় কুমার রায় (৩৭) নামে এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় গতকাল উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। বিজয় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ কাচারী পাড়া গ্রামের হরিকান্ত রায়ের ছেলে। —দিনাজপুর প্রতিনিধি
স্কুলছাত্রী ধর্ষণের শিকার
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা মিয়া (৫০) পলাতক। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। —নোয়াখালী প্রতিনিধি
দুপচাঁচিয়া পৌরসভার বাজেট
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৩ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ইফতারের আগে পৌরসভা মিলনায়তনে মেয়র বেলাল হোসেন এ বাজটে ঘোষণা করেন। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নারী উন্নয়ন ফোরামের সভা
সিলেটের বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসে স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শরিফুজ্জামান টুটুল। —বিশ্বনাথ প্রতিনিধি
কাজী ফার্মস গ্রুপের ইফতার
ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঠাকুরগাঁও জেআর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশচন্দ্র বিশ্বাস, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ রায়, এনডিসি আবদুল মোমেন প্রমুখ। —ঠাকুরগাঁও প্রতিনিধি
সংশোধনী
সোমবার বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পাতায় ‘রেড ক্রিসেন্টের গুদাম এখন মহিলা লীগ নেত্রীর ভাইয়ের রেস্টুরেন্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে রোজি রহমানের পদবি রংপুর জেলা মহিলা লীগ সাধারণ সম্পাদকের পরিবর্তে সভাপতি ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স