শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
মদনে বিদ্যুৎ নেই নয় দিন

সড়ক অবরোধ করে বিক্ষোভ, দুর্ভোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মদনপুর পয়েন্টে টানা নয় দিন বিদ্যুৎ না থাকার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলা অবরোধে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। এতে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালীন সময়ে সড়কের অবরোধ তুলতে প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্পরতা লক্ষ্য করা যায়নি। অবরোধ তুলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। পরে যাত্রীদের অনুরোধে বিদ্যুৎ বিভাগকে লাইন সচলের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী শামীম আহমেদ রনি, এনামুল হক, নূর আলী মিয়া, মেহদি হাসান মাসুম, রাজু শীল, আল আমিন, তহুর মিয়া, আতিকুর রহমান, আফাজ মিয়া, সম্রাট মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, ট্রান্সফরমার বিকল হওয়ায় মদনপুরে বিদ্যুৎ বন্ধ রয়েছে। সিলেট থেকে ট্রান্সফরমারটি মেরামত করে এনে দ্রুত বিদ্যুৎ লাইন সচল করা হবে।

সর্বশেষ খবর