শিরোনাম
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শিশু হত্যার দায়ে স্বামী স্ত্রী ও ছেলের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শাকিল হত্যা মামলায় এক দম্পতি ও তাদের ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— কলাপাড়া উপজেলার পূর্ব ধুলাসার শাহজাহান ফকির, তার স্ত্রী আনোয়ারা ও ছেলে সোলায়মান। আসামিরা সবাই পলাতক। জানা যায়, কলাপাড়া উপজেলার ধূলাসার গ্রামের সোলায়মান গং-এর সঙ্গে মোবাশ্বর ও তার লোকজনের বিরোধ চলছিল। ২০০৯ সালের ২৪ এপ্রিল মোবাশ্বরের ৯ বছর বয়সী শিশুপুত্র শাকিল বোনের সঙ্গে পাশে রুহুল আমিনের বাড়িতে টিভি দেখেতে যায়। সন্ধ্যায় ফেরার পথে কৌশলে সোলায়মান শাকিলকে তার বাড়ি নিয়ে যান। বোন লাভলী ফিরে মা-বাবাকে জানায় শাকিলকে সোলায়মান তার বাড়ি নিয়ে গেছে। পরে সোলায়মানের বাড়ি গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ। ২৫ এপ্রিল কুয়াকাটা সংলগ্ন সাগরে শাকিলের লাশ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর