মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মৎস্য কর্মকর্তাকে তথ্য কমিশনের হুঁশিয়ারি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সাংবাদিককে তথ্য না দেওয়ায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মাকসুদুল হক ভূঁইয়ার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সাত দিনের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। স্থানীয় সাংবাদিক বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি ইমদাদুল হোসেনের করা অভিযোগের শুনানিকালে রবিবার বিকালে কমিশন তাকে হুশিয়ার করেন।

শুনানির সময় তথ্য কমিশনার নেপাল চন্দ্র বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের পরও উপজেলা মৎস্য কর্মকর্তা তথ্য প্রদান না করে যে অন্যায় করেছেন এজন্য তাকে জরিমানা করা উচিত। পরে মাকসুদুল হক ফিল্ড লেভেলে প্রথম পোস্টিংয়ের কারণে তার জানার অভাব এবং অফিসে স্টাফ স্বল্পতার জন্য যথা সময়ে তথ্য দেওয়া সম্ভব হয়নি বলে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সঙ্গে নেওয়া তথ্য জমা দেন।

প্রধান তথ্য কমিশনার তথ্যগুলো বাদী ইমদাদুল হোসেনকে দেখালে তিনি বলেন, মৎস্য কর্মকর্তা যে তথ্য জমা দিয়েছেন তা পূর্ণাঙ্গ নয়। মাকসুদুল হক অনেককিছু গোপন করেছেন বলে কমিশনকে বুঝাতে সক্ষম হলে তা আমলে নেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর