সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তায় প্রাণিজ সম্পদ’

প্রতিদিন ডেস্ক

জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ (২৩-২৭ ফেব্রুয়ারি) উপলক্ষে গতকাল বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রা ও মেলার আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা শহরের মুক্তির সোপান চত্বরে গতকাল দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন— সিরাজগঞ্জ প্রাণিজ সম্পদের ঘাঁটি ও প্রাণ। এ জেলায় পর্যাপ্ত পরিমাণে দুধ, ডিম ও মাংস উৎপাদন হয়। এ ছাড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর একাংশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে প্রাণিজ সম্পদ। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো. শামছুজ্জামান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহজাহান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভুইয়া। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গির আলমের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ইউএনও তানবীর মোহাম্মদ আজিম, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল প্রমুখ। টাঙ্গাইল : জেলা প্রাণিসম্পদ দফতর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি। জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মনোয়ারা বেগম এমপি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক আবুল মনসুর আহম্মেদ। খাগড়াছড়ি : খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে সেবা সপ্তাহের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ  লাল ত্রিপুরা। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা প্রাণিজস্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিড়্গণ কর্মকর্তা মো: আবুল কাশেম।

সর্বশেষ খবর