Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১১ মার্চ, ২০১৭ ০১:১৯

দুই শিশুর লাশ উদ্ধার

পরিবারের দাবি হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

দুই শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ আরিচা ঘাটের কাছ থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর গতকাল যমুনার চর থেকে বালুর নিচে অর্ধচাপা দেওয়া অবস্থায় শিশু সাব্বিরের (৮) লাশ উদ্ধার করেছে শিবালয় পুলিশ। এ ছাড়া ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুরের শহীদুল ইসলামের নিখোঁজ ৬ বছরের ছেলে দুরন্তর লাশও এদিন উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বিরের বাড়ি শিবালয় উপজেলার নিহালপুর গ্রামে। তার পিতার নাম বাসু শেখ। পুলিশ ও নিহতের স্বজনসহ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে টার্মিনালে বন্ধুদের সঙ্গে খেলছিল সাব্বির। ৪টার দিকে সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে বাড়ির পাশে যমুনার চরে খুঁজতে গেলে বালুর ভিতর লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে ঘিওরের দুরন্তকে খুন করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, দুরন্তও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। গতকাল ভোরে বাড়ির পাশে বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শিবালয় সার্কেল এসপি জেড এম জাকির হোসেন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মন্তব্য