কুড়িগ্রামে বন্যার পানি নামার সঙ্গে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও সদর উপজেলার শত শত ঘরবাড়ি। জুলাইয়ে শুরু হওয়া এ ভাঙনে বাড়িঘর ছাড়াও দুই উপজেলার কাঁচা-পাকা সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি নদীর পেটে চলে গেছে। শুধু সদর ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়ব খাঁ গ্রামের প্রায় চার শ বসতবাড়ি তিস্তার ভাঙনে বিলীন হয়েছে। রৌমারী উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলো হলো ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আগলা, চর ঘুঘুমারী, ঘুঘুমারী, খেরুয়ার চর, পূর্ব খেরুয়ার চর, পূর্ব খেদাইমারী, উত্তর খেদাইমারী, পশ্চিম পাখিউড়া, পাখিউড়া, পশ্চিম বাগুয়ার চর, বাগুয়ার চর, বাইসপাড়া, বলদমারা, পূর্ব বলদমারা, ধনার চর, ধনার চর নতুন গ্রাম, দিগলাপাড়া, তিনতেলী। রাজীবপুর উপজেলায় ভাঙনের কবলে পড়েছে শঙ্করমাদবপুর, সাজাই, চর সাজাই, বল্লাপাড়া, উত্তর কোদালকাটি, নয়ার চর, নয়ার চর বাজার, মাঠের ভিটা, লাউশালা, টাঙ্গইলাপাড় গ্রাম। জানা যায়, প্রতি বছর এ দুটি নদীর ভাঙনের ফলে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান গাছপালা বিলীন হচ্ছে। মানুষ বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে পরিণত হচ্ছে ভূমিহীনে। অনেকে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ, অন্যের জমি ও স্বজনদের বাড়িতে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে রৌমারী উপজেলা পরিষদ ভবনসহ সরকারের কয়েক হাজার কোটি টাকার সম্পদ নদীর পেটে চলে যাওয়ার অশঙ্কা রয়েছে। রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া জরুরি। ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে রৌমারী উপজেলা মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে।’ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
ব্রহ্মপুত্র তিস্তায় ভয়াবহ ভাঙন নদীগর্ভে শত শত ঘরবাড়ি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর