কুড়িগ্রামে বন্যার পানি নামার সঙ্গে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও সদর উপজেলার শত শত ঘরবাড়ি। জুলাইয়ে শুরু হওয়া এ ভাঙনে বাড়িঘর ছাড়াও দুই উপজেলার কাঁচা-পাকা সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি নদীর পেটে চলে গেছে। শুধু সদর ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়ব খাঁ গ্রামের প্রায় চার শ বসতবাড়ি তিস্তার ভাঙনে বিলীন হয়েছে। রৌমারী উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলো হলো ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আগলা, চর ঘুঘুমারী, ঘুঘুমারী, খেরুয়ার চর, পূর্ব খেরুয়ার চর, পূর্ব খেদাইমারী, উত্তর খেদাইমারী, পশ্চিম পাখিউড়া, পাখিউড়া, পশ্চিম বাগুয়ার চর, বাগুয়ার চর, বাইসপাড়া, বলদমারা, পূর্ব বলদমারা, ধনার চর, ধনার চর নতুন গ্রাম, দিগলাপাড়া, তিনতেলী। রাজীবপুর উপজেলায় ভাঙনের কবলে পড়েছে শঙ্করমাদবপুর, সাজাই, চর সাজাই, বল্লাপাড়া, উত্তর কোদালকাটি, নয়ার চর, নয়ার চর বাজার, মাঠের ভিটা, লাউশালা, টাঙ্গইলাপাড় গ্রাম। জানা যায়, প্রতি বছর এ দুটি নদীর ভাঙনের ফলে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান গাছপালা বিলীন হচ্ছে। মানুষ বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে পরিণত হচ্ছে ভূমিহীনে। অনেকে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ, অন্যের জমি ও স্বজনদের বাড়িতে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে রৌমারী উপজেলা পরিষদ ভবনসহ সরকারের কয়েক হাজার কোটি টাকার সম্পদ নদীর পেটে চলে যাওয়ার অশঙ্কা রয়েছে। রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া জরুরি। ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে রৌমারী উপজেলা মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে।’ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ব্রহ্মপুত্র তিস্তায় ভয়াবহ ভাঙন নদীগর্ভে শত শত ঘরবাড়ি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর