মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেল স্টেশনের জায়গা দখলের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনে মাস্টারের সহযোগিতায় রেলের জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দৌলতগঞ্জ রেল স্টেশনের দুই লাইনের মাঝের জায়গা দখল করে ক্ষমতাসীন দলের লোকজন মার্কেট করেছেন। এতে স্টেশন মাস্টার আবদুল মান্নানও জড়িত বলে অভিযোগ আছে। তিনি স্টেশন অফিস সংলগ্ন স্থানে আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম অন্যত্র সরিয়ে সেখানে একটি দোকান গড়ে তোলারও সুযোগ করে দিয়েছেন। অনুমোদনবিহীন দোকানটি মান্নানের এক আত্মীয়ের নামে বরাদ্দ বলে জানা গেছে। স্টেশন মাস্টার আবদুল মান্নান বলেন, ‘দখলের সঙ্গে তিনি জড়িত নন। নতুন করে গড়ে তোলা দোকানটির অনুমোদন নেই তবে তারা অনুমোদনের জন্য আবেদন করেছেন’। আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রেলওয়ে কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘রেলের জায়গায় অনুমোদন ছাড়া দোকান বানানোর সুযোগ নেই। স্টেশন মাস্টার দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর