বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

নোয়াখালী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, দিনাজপুর, বাগেরহাট ও গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিক্ষার্থী রয়েছেন। মঙ্গলবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রনিধিদের খবর—

নোয়াখালী : শহরের পৌর বাজার এলাকায় গতকাল সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহমুদ আব্রাম ফাহমিদ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি শহরের লক্ষ্মীণারায়নপুরের বাসিন্দা। অপরদিকে, ভোরে চরজব্বর-সোনাপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল মতিন নামে এক রিকশাচালক নিহত হয়েছে।

চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার মাজার গেটে মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীকে গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মহিউদ্দিন (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীতে। এদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাটে একই রাতে গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাউজান উপজেলার বাসিন্দা। এছাড়া পটিয়ায় গতকাল অটোরিকশা-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন শিশুসহ চারজন। কুড়িগ্রাম : নাগেশ্বরীতে পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটির চালক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম মাহবুব রহমান। দিনাজপুর : জেলা শহরের সুইহারী এলাকায় গতকাল সকালে ট্রাক্টরচাপায় এক শিশু মারা গেছে। তার নাম-পরিচয় জানা জায়নি। বয়স আনুমানেক ১২ বছর। বাগেরহাট : বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গায় গতকাল বাসের ধাক্কায় ইসারাত আলী (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলচালক মতিউর রহমান সানি (২৫) নিহত হয়েছেন। মতিউর ময়মনসিংহের পাগলা থানার পাতলাশি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর