মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নেতার ভয়ে স্কুলে তালা দিয়ে পালাল শিক্ষক-শিক্ষার্থীরা!

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জে যুবলীগ নেতার ভয়ে স্কুলে তালা দিয়ে পালিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ইউএনও কামরুজ্জামান ও ওসি (তদন্ত) আলমগীর কবির ঘটনাস্থলে গিয়ে বেলা ১টার দিকে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। তবে ছাত্র-ছাত্রীদের আর ফেরানো যায়নি। জানা যায়, রবিবার বিকালে ওই বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান সিরাজ, অনির্বাণ রায় ও দপ্তরি সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে মারপিট করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেল মোল্লা। এর প্রতিবাদে সোমবার শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে রাসেল তার সহযোগীদের নিয়ে আবারও শিক্ষকদের ওপর চড়াও হন। এ সময় তারা স্কুলে তালা লাগিয়ে পালিয়ে যান। স্কুল পরিচলনা পর্ষদ নির্বাচন নিয়ে যুবলীগ নেতা রাসেল ও শিক্ষকদের সঙ্গে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রধান শিক্ষক সরদার নুর উদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যালয়ের সামনেই যুবলীগ নেতার অফিসে ডেকে নিয়ে দুজন শিক্ষক ও দপ্তরিকে মারপিট করে কয়েক ঘণ্টা আটক করে রাখে রাসেল। এ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনে আবারও রাসেলের বাহিনী হামলা চালালে আমরা পালিয়ে যেতে বাধ্য হই।’ অভিভাবক ও শিক্ষকরা জানান, রাসেল জোর করে বিদ্যালয়ের মাঠের পাশে অফিসঘর তুলেছে। সেখানে তার অপছন্দের লোকদের নিয়ে মারপিট করা হয়। একই কায়দায় শিক্ষকদেরও মারধর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

সর্বশেষ খবর