রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

১৫ দিনে চার খুন

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুরে ১৫ দিনের ব্যবধানে চারটি খুনের ঘটনা ঘটেছে। সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তারই এর কারণ বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। জানা যায়, গত ২৬ মে চুকুরিয়া গ্রামের আশরাফ আলী জমি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারান। ২৯ মে বানিয়ারা গ্রামে মাদকের টাকা না পেয়ে সেলিনা বেগমকে গলাটিপে হত্যা করে তার ছেলে। ৬ মে উপজেলার গোড়াই ইউনিয়নের খামার পাড়ায় বালু ব্যবসাকে কেন্দ্র পিটিয়ে হত্যা করা হয় শামিম মিয়াকে। সর্বশেষ গত বৃহস্পতিবার আদাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র খুন হন আজাহার আলী। মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, ‘ঘটনাগুলো উদ্বেগজনক।’ মির্জাপুর থানার ওসি জানান, এ সব খুন আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সামাজিক অবক্ষয় এবং মাদকই এর জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর