বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিতাস উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

ইউএনও মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাশেদা আক্তার, মুক্তিযোদ্ধা শওকত আলী, মো. মহসীন ভূঁইয়া, সামিয়া সুলতানা শিলা, শারমিন আরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একহাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।

উল্লেখ্য, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে গত ৬ মাস আগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথক ইউনিয়ন সভার মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সর্বশেষ খবর