নরসিংদী, মাগুরা, গাজীপুর ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সাতজনের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— নরসিংদী : রায়পুরার মাহামুদাবাদে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ভৈরবের জগন্নাথ পুরের তাতারকান্দি এলাকার ছাদেক মিয়ার ছেলে রিফাত (২০) ও দুলাল মিয়ার ছেলে রায়হান (২৫)। পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই যুবক মরজাল এলাকা থেকে ভৈরব যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। মাগুরা : সদর উপজেলার আলোকদিয়া ও পাইকেল এলাকায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সদর উপজেলার পুকুরিয়া গ্রামের মোমরেজ মোল্যার ছেলে ভ্যানচালক আনিস (৪৫) ও গৃহগ্রামের শহিদুুল ইসলামের ছেলে শিপন (২৭)। পুলিশ জানান, সকাল ১০টার দিকে আলোকদিয়া বাজার এলাকায় নসিমন একটি ভ্যানে ধাক্কা দিলে চালক আনিস ঘটনাস্থলেই মারা যান। বেলা ১১টায় পাইকেল এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে নিহত হন চালকের সহকারী শিপন। শ্রীপুর : গাজীপুরের বানিয়ারচালা এলকায় গতকাল ভোরে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় পিকআপ। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক সোহাগ মিয়া (২৯)। আহত হন পিকআপের চালকের সহযোগী আপেল ও ফারুক। নিহত সোহাগ শ্রীপুর উপজেলার দক্ষিণ আবদার গ্রামের আবুল কাশেমের ছেলে। চট্টগ্রাম : নগরীর কর্নেলহাট ও জেলার সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। তারা হলেন— হাটহাজারী উপজেলার কাটিরহাট ধলই এলাকার আলী আহমদের ছেলে জাহাঙ্গীর (৪৮) ও সাতকানিয়া উপজেলার আফজলনগরের মাহমুদুল হকের ছেলে তাহসিন (১২)। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
চার জেলায় সড়কে ঝরল সাত প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর