জনবলের অভাবে মুখ থুবড়ে পড়েছে যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। হাসপাতালটিতে ডাক্তারের ২২টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৬ জন। ১৬টি শূন্য পদ নিয়েই চলছে এ অঞ্চলের প্রায় সাড়ে ৩ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যার নাভারন বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্স। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কাজ করে কয়েক হাজার শ্রমিক। বিভিন্ন কাজ করতে গিয়ে প্রায়ই শ্রমিকরা আহত হন। ডাক্তারের অভাবে তখন রোগী নিয়ে যেতে হয় বেনাপোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে। যেতে যেতে পথেই রোগীর মৃত্যু হয়েছে- আছে এমন অভিযোগও। সম্প্রতি হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও নতুন ডাক্তার বা জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৮টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরুর কথা থাকলেও সাড়ে ১০টার আগে কোনো চিকিৎসকের দেখা মেলে না। আবার বেলা ১টায়ই হাসপাতালে খুঁজে পাওয়া যায় না কোনো ডাক্তার। আছে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের দুর্ব্যবহারের অভিযোগ। কখনও দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ডাক্তার না পেয়ে চলে যাচ্ছেন। রওশনারা, তাহেরা নামে দুজন অভিযোগ করেন, সকাল ৮টায় টিকিট কেটে ডাক্তারের অপেক্ষায় বসে আছি। ১০টা বাজতে চললো এখনও ডাক্তার আসেনি। তাদের ভাষ্য, হাসপাতালে রোগীর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তার পছন্দের ক্লিনিকে যেতে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা বলেন, ‘হাসপাতালে ডাক্তারের ২২টি পদ থাকলেও নিয়োগ আছে মাত্র ছয়জনের। নতুন করে জনবল নিয়োগ দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।
শিরোনাম
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
- কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল: জর্জ ক্লুনি
- এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব, ১ ট্রিলিয়ন ডলারে বানাচ্ছে ডেটা সেন্টার
- দিনাজপুরে দ্বিতীয় দিনেও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
- স্পেনের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নজিরবিহীন বিচার শুরু
- নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ ইসির
- বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান
বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্স
মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা
বকুল মাহবুব, বেনাপোল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর