রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘নোয়াখালী হবে সমৃদ্ধির জনপদ’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন- ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে নোয়াখালীকে সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। গতকাল দুপুরে জেলা শহরের জয়কৃষ্ণপুর এলাকায় দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র চেম্বার ভবনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। একরামুল করিম চৌধুরী আরো বলেন- নোয়াখালীতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নৌ-বন্দর, নোয়াখালী বিমানবন্দর, সোনাপুর থেকে সুবর্ণচর হয়ে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেল লাইন স্থাপন, স্পেশাল ইকোনমিক জোন বাস্তবায়ন, নিঝুম দ্বীপকে পর্যটন এলাকায় উন্নতিকরণ এবং নোয়াখালী সিটি করপোরেশন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে উঠবে নোয়াখালী। নোয়াখালী চেম্বারের সভাপতি ও আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও গোলাম জিলানী দিদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাহমুদুর রহমান জাবেদ, একেএম সামছুদ্দিন জেহান, আবদুল ওয়াদুদ পিন্টু, ফিরোজ আলম মতিন, একেএম সায়েফ উদ্দিন সোহান। সভায় আতাউর রহমান ভূঁইয়াকে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড                    ইন্ডাস্ট্রি’র সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা এবং পরিচালক নির্বাচিত করা হয়।

সর্বশেষ খবর