মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

উচ্ছেদ অভিযান

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরার কাজলা এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। গত শুক্রবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে মহাসড়কের পাশে গড়ে উঠা সব অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

চন্দ্রপাড়ায় উরস

ফরিদপুরের সদরপুরে চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক উরস শরীফ শুরু হচ্ছে আজ। শাহ সূফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরি মোজাদ্দেদী পীর ছাহেবের বেছালত দিবস ও বার্ষিক উরস শরীফের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বুধবার ফজর বাদ পীর ছাহেবের রওজা জিয়ারত এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উরসের আনুষ্ঠানিকতা।

-ফরিদপুর প্রতিনিধি

সংঘর্ষে আহত ১৪

পটুয়াখালীর কলাপাড়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। উপজেলার পুরান মহিপুর এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। -কলাপাড়া প্রতিনিধি

টিফিনবক্স বিতরণ

নাটোরের গুরুদাসপুরের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ব্যক্তিগত তহবিল থেকে গতকাল শতাধিক শিক্ষার্থীর মধ্যে টিফিনবক্স বিতরণ করা হয়েছে। এ সময় গুরুদাসপুর প্রেস ক্লাব সভাপতি দিল মোহাম্মদসহ শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে টিফিনের সময় বাইরের খাবার না খায় সে জন্যই এ উদ্যোগ। -নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর