মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

মতবিনিময়

নারায়ণগঞ্জ-২ আসনের তিনবারের নির্বাচিত এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। গতকাল আড়াইহাজার উপজেলা পরিষদ ভবনে তার অফিসে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মাসুম বিল্লাহর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, রফিকুল ইসলাম রানা, বাদল আহাম্মেদ, শাহজাহান কবির, হাবিবুর রহমান হাবিব, কামাল শেখ প্রমুখ ।-আড়াইহাজার প্র্রতিনিধি

মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর

টঙ্গীতে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নগরীর ৪৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। পরে গণস্বাক্ষরকৃত আবেদনপত্র টঙ্গী পূর্ব থানার ওসি ও স্থানীয় কাউন্সিলরদের বরাবর জমা দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, এলাকাবাসী মাদক কারবারিদের বিরুদ্ধে  অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।-টঙ্গী প্রতিনিধি

সেচ প্রকল্পের উদ্বোধন 

নারায়ণগঞ্জ-নরসিংদী ইরিগেশন সেচ প্রকল্পের গতকাল উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, নজরুল ইসলাম, এসও জুয়েল, আনিসুর রহমান, আঞ্জুমান প্রমুখ।   

-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিদ্যুৎ চুরিরোধে সভা

টঙ্গী এরশাদনগর এলাকায় গতকাল মিটার সংখ্যা বাড়ানো ও বিদ্যুৎ চুরিরোধে টঙ্গী ডেসকো কর্তৃপক্ষের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। কাউন্সিলর ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাহী প্রকৌশলী একেএম মহিউদ্দিন। বক্তৃতা করেন তত্ত্ববধায়ক প্রকৌশলী মির্জা আবু নাছেদ, টঙ্গী পূর্ব ম্যানেজার নির্বাহী প্রকৌশলী নাজিমুল ইসলাম ও টঙ্গী পশ্চিম ম্যানেজার নির্বাহী প্রকৌশলী গোলাম রব্বানী। -টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর