বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই কলেজছাত্রসহ ৭ জনের প্রাণহানি

ছয় জেলায় ঝড় বজ্রপাত

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে ও বজ্রপাতে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, ফরদপুর ও কুমিল্লায় বজ্রাঘাতে প্রাণ গেছে আরও এক কলেজছাত্রসহ পাঁচজনের। গতকাল এ সব ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবরÑ

সিরাজগঞ্জ : ঝড়ের মধ্যে পাতা কুড়ানোর সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। সুফিয়া সয়বাদা ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। এদিকে, ঝড়ের সঙ্গে হয় শিলাবৃষ্টি। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এছাড়া জেলায় বজ্রপাতে নাঈম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নাঈম হোসেন (১৮) সদর উপজেলার বাহুকা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় বাগবাটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মাদারীপুর : সদর উপজেলার নগরগোয়ালদি এলাকায় বুধবার সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গফুর মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গফুর ওই এলাকার হেলাল মাতব্বরের ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় গফুরসহ কয়েকজন পুুকুরে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাতে গফুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে গতকাল সকালে বাজ পড়ে মারা গেছেন মঞ্জুর আলী (৩৫) নামে এক মাটিকাটা শ্রমিক। মঞ্জুরের বাড়ি নাসিরনগর উপজেলার সোলাকান্দি গ্রামে। এছাড়া পাশ্ববর্তী রায়পুরা উপজেলায় সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে সোহেল ও সুবীর নামে ২ শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কুমিল্লা : মেঘনায় উপজেলার মানিকারচর গ্রামে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত ও আহত হয়েছেন আরেকজন। নিহতের নাম রঙ্গ লাল (৩২) তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জীবন সরকারের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার প্রবিন্দের ছেলে পবিত্র (২৩)। তারা সম্পর্কে ভায়রা ভাই। নাটোর : সিংড়ায় বজ্রপাতে আব্দুল মোমিন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, বৃষ্টির সময় কৃষক মোমিন জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সন্ধ্যায় বৃষ্টির সময় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সজিব শেখ উপজেলার ভাটপাড়া গ্রামের রুস্তুম শেখের ছেলে ও বোয়ালমারী সরকারি কলেজের ছাত্র ছিলেন।

সর্বশেষ খবর