বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাভার্ড চাপায় তিন পথচারী নিহত

বিভিন্ন স্থানে সড়কে আরও ৬ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন করে এবং চট্টগ্রাম ও রাজবাড়ীতে একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবরÑ কুমিল্লা : চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানচালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুর মান্নানের ছেলে  কাজী রফিকুল ইসলাম (৬০), জিল্লুর রহমানের ছেলে মহরম আলী (৭৫) ও হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)। আটক কাভার্ড ভ্যানচালক দুদু মিয়ার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পাগলায় গতকাল সকালে বাস-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেনÑ আওয়াল, আলী হোসেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসচাপায় ওবায়দুল (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ওবায়দুল উপজেলার উত্তর সুহিলপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে ও স্থানীয় বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। অন্যদিকে দুপুরে আখাউড়ায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে মারা গেছেন ইমরান নামের এক যুবক। ইমরান বিজয়নগর উপজেলার তেতুয়াজুড়ি গ্রামের বকুল মিয়ার ছেলে। চট্টগ্রাম : নগরের চান্দগাঁও থানাধীন ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে মঙ্গলবার দিবাগত রাতে বাসের ধাক্কায় হানিফ শেখ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রাজবাড়ী : বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নিরোদ কুমার দে নামে এক বৃদ্ধ। নিরোদ জামালপুর ইউনিয়নের বেতাঙ্গা ডাক্তাবাড়ী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় চার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর