সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল উদযাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। প্রতিনিধিদের পাঠানো খবরÑ লক্ষ্মীপুর : র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অঞ্জন চন্দ্র পাল। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শেরপুর : কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরাল অবমুক্ত করেন আনার কলি মাহবুব। এ সময় এটিএম জিয়াউল ইসলাম, জন কেনেডি জাম্বিল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠিত হয় শিশু সমাবেশে। এতে দেড় সহশ্রাধিক শিশু অংশ নেয়। বাগেরহাট : দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতারা। পরে শোভাযাত্রা বের করা হয়। তপন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চরফ্যাশন :  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সঞ্চারিত করতে দেশপ্রেমিক বঙ্গবন্ধুকে চিরঞ্জীব রাখার জন্য কাজ করতে হবে। শনিবার তিনি এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নেত্রকোনা : শহরের মোক্তারপাড়া থেকে র‌্যালি বের হয়ে পাবলিক হলে এসে শেষ হয়। এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পঞ্চগড় : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শোভাযাত্রায় শেষে সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আনোয়ার সাদাত স¤্রাট, গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ : র‌্যালি শেষে শহীদ সাটু হল এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল ওদুদ, এ জেড এম নূরুল হক। মাদারীপুর : ড. মোজাম্মেল হক খান কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাজাহান খান। অংশ নেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরোতা, ডা. প্রাণ গোপাল দত্ত। চুয়াডাঙ্গা : র‌্যালিতে নেতৃত্ব দেন গোপাল চন্দ্র দাস ও মাহবুবুর রহমান। ফরিদপুর : রাজেন্দ্র কলেজমাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন খন্দকার মোশাররফ হোসেন এমপি। পরে আলোচনা সভায় বক্তৃতা করেন খন্দকার মোশাররফ হোসেন, উম্মে সালমা তানজিয়া, লোকমান হোসেন। এর আগে র‌্যালি বের হয়। খাগড়াছড়ি : টাউন হল থেকে র‌্যালি বের হয়ে শহর ঘুরে পুনরায় টাউন হলে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। ব্রাহ্মণবাড়িয়া : র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নেতৃত্বে র‌্যালি বের হয়। এ ছাড়া বাঞ্ছারামপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম। নীলফামারী : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতর। পরে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন বেগম নাজিয়া শিরিন। পিরোজপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন আবু আলী সাজ্জাদ হোসেন, সালাম কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। মাগুরা : নোমানী ময়দান থেকে বের হওয়া র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান  শিখর ও ড. বীরেন শিকদার প্রমুখ। সুনামগঞ্জ : আবদুল আহাদের নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বগুড়া : আলোচনা সভায় বক্তৃতা করেন ফয়েজ আহাম্মদ, আলী আশরাফ ভূঞা, আলীমুন রাজিব।

সর্বশেষ খবর