ডিম-মাংসের মাধ্যমে আমিষের যোগান নিশ্চিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছয় বছর আগে নীলফামারীতে তৈরি করা আঞ্চলিক হাঁস প্রজনন খামার। প্রায় তিন একর জমির উপর প্রতিষ্ঠিত খামারটি স্থাপনে ব্যয় হয় প্রায় ১৬ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে খামারের অবকাঠামো ও যন্ত্রপাতি। নেই উৎপাদন। আট মাস ধরে বেতন পাচ্ছেন না সেখানে কর্মরত সাতজন কর্মকর্তা-কর্মচারী। ২০১৩ সালে জেলা শহরের কলেজপাড়ায় গড়ে উঠে প্রতিষ্ঠানটি। নির্মাণ করা হয় সাতটি লেয়ার শেড, একটি বুডার শেড, অফিস ভবন, চারতলা ডরমেটরি। এছাড়া স্থাপন করা হয়েছিল ২৮ হাজার ৪২৮ বাচ্চা ফোটানোর দুটি ইনকিউবেটর। রয়েছে একটি হ্যাচারি ভবন, একটি সেলস সেন্টার, গ্যারেজ, জেনারেটর রুম, একটি ডিপ টিউবয়েলসহ আরও কিছু অবকাঠামো। খামারের ডাক অ্যাটেনডেন্ট কছিম উদ্দিন বলেন, ‘আমি টাঙ্গাইল থেকে এসে এখানে চাকরি করছি। ডিম থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত সবকিছুই আমাকে দেখতে হয়। দীর্ঘদিন বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি। শুনছি খামারটি আবার চালু হবে। কিন্তু চালু আর হয় না’। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ এমএ মতিন ব্যবস্থাপক হিসেবে খামারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, ‘২০১৩ সালে সারা দেশে ১৪টি হাঁস প্রজনন খামার স্থাপন করা হয়। প্রাণিজ সম্পদের উন্নয়নে ডিম ও মাংসের চাহিদা পূরণ করার পাশাপাশি পুষ্টি ও মেধাবী জাতি গঠনে খামারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো। সেই সঙ্গে জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় ডিম ও মাংস রফতানি করা সম্ভব ছিল। গত বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সেই সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হচ্ছে না।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী বলেন- ‘প্রকল্প শেষ হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খামারটির দায়িত্ব দেওয়া হয়। তিনি স্বল্প পরিসরে কিছু কার্যক্রমের মধ্যদিয়ে খামারটি চালু রেখেছেন। সম্পূর্ণভাবে চালু করতে মন্ত্রণালয় ও অধিদফতরে যোগাযোগ অব্যাহত আছে। সরকারও খামারটি চালুর ব্যাপারে ইতিবাচক।’
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
সব আছে, নেই উৎপাদন
নীলফামারী আঞ্চলিক হাঁস প্রজনন খামার
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর