রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সহপাঠীর মৃত্যুর বিচার দাবিতে বৃষ্টি ভিজে রাস্তায়

দিনাজপুর প্রতিনিধি

বৃষ্টিতে ভিজেই হাতে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সহপাঠীর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানালেন কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ করে তারা। হুঁশিয়ারি দেয় আরও কঠোর কর্মসূচীর। মানববন্ধনে অভিভাবকসহ সাধারণ মানুষও অংশ নেয়। বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মহরম বাদশা, ইউনুস আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল আজিম ম-ল ক্লাস শুরুর পর অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা তাকে মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য শিক্ষকদের সহযোগিতা চাইলে কোনো শিক্ষক সহযোগিতা করতে রাজি হননি। পরে শিক্ষার্থীরা তাকে ভ্যানযোগে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিমের মৃত্যুর জন্য শিক্ষকদের অবহেলাকে দায়ী করছেন সহপাঠীরা।

 

সর্বশেষ খবর