শিরোনাম
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান দাবি

ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চেয়ে মানববন্ধনে নারী-শিশুরা -বাংলাদেশ প্রতিদিন

যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে করেছে এলাকাবাসী। যশোর-খুলনা মহসড়কে নওয়াপাড়ায় গতকাল মানববন্ধন করে এ দাবি তোলা হয়। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা এলেই অভয়নগর ও মণিরামপুরের বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। তলিয়ে যায় বাড়িঘর, মাঠের ফসল। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার বিলগুলোতে টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি করে আসছে এলাকাবাসী। সেদিকে কান না দিয়ে অপরিকল্পিতভাবে নদী থেকে পলি অপসারণ করা হচ্ছে, যা আবার নদীতে পড়ছে। এভাবে রাষ্ট্রের টাকা অপচয় না করে অবিলম্বে টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর