শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে ডায়রিয়ায় পাঁচ দিনে পাঁচজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডায়রিয়ায় পাঁচ দিনে পাঁচজনের মৃত্যু

গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগী -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা ও ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে এক শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় হাসপতালে চিকিৎসা নিয়েছেন তিন শতাধিক ডায়রিয়া রোগী। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ জানান, তাদের হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত কেউ মারা যায়নি। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ হাসপাতালে ৯৪ জন ভর্তি ছিলেন বলে তিনি জানিয়েছেন। প্রাথমিকভাবে স্বাস্থ্য বিভাগ ধারণা করছে পানি থেকে ওই এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গতকাল বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের ৬ সদস্যের একটি দল আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। ডায়রিয়ায় মৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়ার কাজী বাড়ির মোস্তফা কামালের বাড়ির ভাড়াটিয়া কামরুন নাহার (২১), আবুল হোসেনের বাড়ির ভাড়াটে আবদুল জব্বার (৬০), পূর্ব চান্দনার আলী আকবরের স্ত্রী সুমা (৩০), একই এলাকার ছাত্তার বাবুর্চির বাড়ির ভাড়াটে আবদুস ছালাম (৫৫) ও আবদুল বাতেনের বাড়ির ভাড়াটিয়া মঞ্জুর হোসেনের চার মাসের শিশুপুত্র নাহিন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, তারা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন।

সর্বশেষ খবর