শিরোনাম
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় রেলের চাকা লাইনচ্যুত

গাইবান্ধায় বগি রেখে রওনা দিল ট্রেন

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশন এলাকায় ঢাকা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ সাত ঘন্টা বন্ধ ছিলো। সকাল সাড়ে ৮ টায় ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রচন্ড শীতে শিশুসহ যাত্রীরা চরম

ভোগান্তিতে পড়েন ।

অপরদিকে লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের নতুন একটি বগির হুক (দুটি বগির সংযোগস্থল) ভেঙে ইঞ্জিন থেকে ১২টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে গাইবান্ধার কুপতলা রেলওয়ে স্টেশন পার হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশন যাওয়ার পথে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কুলাউড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সাড়ে চার ঘন্টা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার শিকার হলো।

গতকাল সকাল পৌনে ১০ টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার

দূরে আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর