ত্রিশালে নিখোঁজের পাঁচদিন পর দরিরামপুর ইউনিয়নের একটি মাছের খামার থেকে গতকাল উদ্ধার করা হয়েছে কলেজছাত্র সিয়ামের (২২) লাশ। সিয়াম দরিরামপুর ইউনিয়নের আক্কাস আলীর ছেলে।
কুমিল্লায় গলায় লুঙ্গি পেঁচানো মৃতদেহ : হোমনায় তিতাস নদী থেকে গলায় লুঙ্গি পেঁচানো এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরিচয় পাওয়া যায়নি।